সাইক্লোন বুলেটিন-১
স্বরণকালের এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে ওমান। দেশটিতে আজ আঘাত হানতে যাচ্ছে হ্যারিক্যান “শাহিন”। ইতিমধ্যেই মাস্কাট থেকে ৮২ কিমি দূরে অবস্থান করছে শাহিন। এর প্রভাবে সাগরের অবস্থা ভয়াবহ উত্তাল।
মাস্কাটের রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে। দুর্যোগের কারণে মাস্কাট থেকে অসংখ্য ফ্লাইট বাতিল করা হয়েছে। জরুরী উদ্ধারে প্রস্তুত করা হয়েছে বিশেষ টিম। নাগরিক এবং প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ওমান।
ইতিমধ্যেই ওমানের আল ওয়ালজা এবং আল কুরুম বাণিজ্যিক অঞ্চলে সমুদ্রের স্রোতের পানি ব্যাপকহারে প্রবেশের আশংকা রয়েছে। এমতাবস্থায় অত্র অঞ্চলে বসবাসরত সকল প্রবাসীদের নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post