উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইতালি ও গ্রীসে অবৈধ পথে মানব যাত্রা ও মানব পাচার নতুন নয়। হরহামেশাই হচ্ছে এটি। এক্ষেত্রে চট্টগ্রামসহ দেশজুড়ে রয়েছে একটি পাচারকারী সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে গত ফেব্রুয়ারি মাসে ক্রোয়েশিয়ায় পাচারের শিকার হন চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার আলফাই আল হোসাইন।
তিনমাস মানবেতর জীবন শেষে আন্তর্জাতিক সংগঠনের সহযোগিতায় দেশে ফেরত আসেন তিনি। দেশে ফিরেই মানব পাচারকারীদের বিরুদ্ধে মামলা করে ভিকটিমের পরিবার। কিন্তু এবার উল্টো পাচারকারীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো ভুক্তভোগী আলফাই আল হোসাইন ও তার পিতা তাইজুল ইসলামকে।
ভিকটিমের চাচা আব্দুল করিম ইলিয়াস প্রবাস টাইমসকে জানান, “গতরাত তিনটায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মিথ্যা মামলায় আলফাই আল হোসাইন ও তার বাবাকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানা পুলিশ। আজ কোট বন্ধ থাকায় সীতাকুণ্ড থানায় রয়েছেন তারা। ভিকটিমের পরিবারকে মামলার নম্বর ছাড়া আর কোনো তথ্য প্রদান করেনি পুলিশ।”
তিনি আরো বলেন,“পাচারকারীদের বিরুদ্ধে মামলা করার পর থেকেই আলফাই ও তাদের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছিলো। ধারণা করা হচ্ছে গত সপ্তাহে সকল পাচারকারী জামিনে মুক্তি পাওয়ার পর ভিকটিমের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে তারা।”
এদিকে, সীতাকুণ্ড থানা থেকে জানানো হয়েছে, “আলফাই আল হোসাইন ও তার পিতার নামে কোর্ট থেকে মামলা করা হয়েছে। শুক্রবার ওয়ারেন্ট জারি হওয়ায় তাদের আটক করেছে পুলিশ।”
তবে কারা মামলা করেছে এ ব্যাপারে কিছু বলতে পারেনি পুলিশ।
এমন ঘটনার নিন্দা জানিয়েছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এয়ারপোর্ট ইনচার্জ আল আমিন নয়ন প্রবাস টাইমকে বলেন, “বিদেশে নির্যাতনের শিকার হয়ে ফেরত আসা ভিকটিমদের বিরুদ্ধে এই ধরণের মিথ্যা মামলা খুবই দুঃখজনক। আমি আশা করি দ্রুত আলফাই হোসাইন ও তার পিতা এই মামলা থেকে মুক্তি পাবে।”
উল্লেখ্য, ১২ লাখ টাকা খরচ করে গত ফেব্রুয়ারি মাসে ক্রোয়েশিয়ায় যান আলফাই আল হোসাইন। ডিউটি ৮ ঘন্টা, থাকা ফ্রি, খাওয়া নিজের, বেতন ৫৫ হাজার টাকা এবং এক বছর পর ছুটির জন্য বিমান ভাড়া কোম্পানি দিবে শর্তে ক্রোয়েশিয়ায় শীপ রেস্টুরেন্টে ভাল কাজের ভিসায় ক্রোয়েশিয়া পাড়ি দেন তিনি। কিন্তু সেই দেশে পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে হিজরত নামে একটি আন্তর্জাতিক সংগঠনের মাধ্যমে গত মে মাসে দেশে ফেরত আসেন আলফাই আল হোসাইন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post