ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে নববর্ষের মঙ্গল শোভাযাত্রার জন্য নির্মিত দুটি প্রতিকৃতিতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী দল।
তদন্তকারীরা জানান, রবিউল ইসলাম রাকিব নামের এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে, যে ফ্যাসিবাদের প্রতিকৃতিতে আগুন ধরিয়েছিল। রাকিব বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র এবং পূর্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগে সক্রিয় ছিল বলে জানা গেছে।
এর আগে, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, মঙ্গল শোভাযাত্রা শুরুর আগেই এই দুষ্কৃতকারীকে গ্রেফতার করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত শনিবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’ নামক একটি প্রতীতিতে আগুন লাগানোর ঘটনা ঘটে। এই আগুনে শান্তির প্রতীক পায়রার মোটিফটিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি মামলা দায়ের করেছে।
বিস্তারিত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
