গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ নামক এই কর্মসূচিতে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে লাখো মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে আগত জনতা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েলের বর্বরোচিত হামলার নিন্দা জানান।
এই গণসমাবেশ থেকে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়, যেখানে জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। পাশাপাশি, গাজায় চলমান গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। কর্মসূচিতে ফিলিস্তিনের দীর্ঘস্থায়ী শান্তি ও স্বাধীনতা কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী এই স্বতঃস্ফূর্ত জনসমাগমকে ‘ইমানি হাজিরা’ হিসেবে আখ্যায়িত করেছেন। নিজের ফেসবুক পেজে তিনি উল্লেখ করেন, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের ঢল সোহরাওয়ার্দী উদ্যানে এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। তিনি এই সমাবেশকে শুধু একটি মিছিল নয়, বরং ন্যায় ও বিবেকের এক শক্তিশালী বহিঃপ্রকাশ এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের উজ্জ্বল চিত্র বলে মন্তব্য করেন।
মাওলানা আজহারী আরও বলেন, দেশের স্বার্থ ও মুসলিম উম্মাহর প্রয়োজনে ভবিষ্যতে এভাবেই ঐক্যবদ্ধ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এমন বিপুল সংখ্যক মানুষের একত্র হওয়া সাম্প্রতিক সময়ে বিরল এবং এই ঐক্য আগামী দিনেও বজায় থাকবে বলে তিনি বিশ্বাস করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
