করোনার কারণে দীর্ঘদিন বন্ধের পর অবশেষে আজ থেকে বাংলাদেশের ওপর থেকে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে মালয়েশিয়া। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকার নির্দিষ্ট কিছু দেশ থেকে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেই দেশগুলোর তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। মালয়েশিয়া প্রবেশের ক্ষেত্রে দেশটির স্থায়ী বাসিন্দা, দীর্ঘমেয়াদি পাসধারী, ব্যবসায়ী, ভ্রমণকারী এবং বিনিয়োগকারীদের জন্য বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
এছাড়াও প্রবেশের সময় যা যা থাকতে হবে:
১. মালয়েশিয়ার বৈধ ভিসা
২. বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টিকার পূর্ণ ডোজ গ্রহণের প্রমাণপত্র
৩. এবং কোভিড-১৯ এর আরটি-পিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ থাকতে হবে
পাশাপাশি মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগ কর্তৃক আরোপিত কোয়ারেন্টাইন নীতিও অনুসরণ করতে হবে প্রবেশকারীদের। এ বিষয়ে বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে,
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় মালয়েশিয়া সরকার বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের গত মে মাসে থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post