বয়লার বিস্ফোরণে সৌদি আরবের আল কাসিমে সোহেল শিকদার (২৮) নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। গত রোববার (১৯-সেপ্টেম্বর) সকালে আল-কাসিম এলাকায় একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করার সময় বয়লার বিস্ফোরণ ঘটলে গুরুতর আহত হন তিনি।
পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলেই তার মৃত্যু হয়। নিহত সোহেল শিকদার মাদারীপুর শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক শিকদারের ছেলে। এঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে বাকি ৩জন কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
জানা যায়, গত রোববার সকালে নিজ কর্মস্থলে যাওয়ার পর সৌদি সময় সকাল ৭টায় দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত হয় সোহেল। পরে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলেই তার মৃত্যু হয়। ওই রাতেই সোহেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে শোকের মাতম নেমে আসে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর আগে সৌদি আরবে যান সোহেল শিকদার (২৮)। গত দেড় বছর আগে একবার বাড়ি এসেছিলেন। তার ৪ বছর বয়সী ছেলে ও ৭ মাস বয়সী এক মেয়ে রয়েছে।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
সোহেলের বড় ভাই আবদুল গাফফার শিকদার জানান, ‘মেয়েটা যখন হয় তখন আমার ভাই সৌদি আরবে ছিল। মেয়েকে দেখার জন্যই আগামী ২৫ সেপ্টেম্বর দেশে আসার কথা ছিল। টিকিটও কাটা ছিল সোহেলের। হঠাৎ দুর্ঘটনায় মারা যায় সোহেল। আর তো মেয়ে দেখতে পারবে না। তাই সোহেলর মরদেহটি দ্রুত দেশে পাঠানোর জন্য সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।” বর্তমানে নিহত সোহেলের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালে হিমগরে রাখা হয়েছে। তার অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post