চলমান হজ্জ মৌসুমের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। যা আগামী জুন মাস থেকে কার্যকর হতে পারে।
এই নিষেধাজ্ঞা ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। তবে ওমরাহ ভিসার ক্ষেত্রে সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত।
এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পাঁচ বছরের জন্য সৌদিতে প্রবেশ এবং অবস্থান করতে পারবেন না।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে অনেক যাত্রী দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে সৌদিতে এসে অনুমতি ছাড়া হজ্জে অংশ নেন। অনেকে আবার হজ্জ শেষে দেশে না ফিরে অবৈধভাবে সৌদি আরবে অবস্থান করেন। এতে করে হজ্জে অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলা তৈরি হয়। তাই এসব এড়াতে ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
