ওমানে অবৈধ অনুপ্রবেশের দায়ে আরও ২৭ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর বাতিনা পুলিশ কমান্ড, কোস্টগার্ড পুলিশ এবং সুহারের স্পেশাল টাস্কফোর্স পুলিশ ইউনিটের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৭ প্রবাসীর সকলেই পাকিস্তানি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। বিবৃতিতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।
ওমানে গেল কয়েক মাস ধরে প্রবাসীদের অবৈধ প্রবেশ রুখতে অভিযান জোরদার করেছে দেশটির প্রশাসন। স্থল এবং সমুদ্র উভয়পথে কড়া নজরদারি রাখছে পুলিশ ও কোস্টগার্ড। গেল মাসে একই কায়দায় কেবল মুসান্দাম থেকেই অন্তত ৬১ প্রবাসীকে আটক করা হয়।
এই সময়ে ওমানে অনুপ্রবেশ এবং অবৈধভাবে বসবাসের দায়ে ৮৪ প্রবাসীকে আটকের পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
