পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ওমান প্রবাসীদের নিয়ে আয়োজিত ইসলামী সংগীত প্রতিযোগিতায় নির্বাচিত বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। বুধবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
ইসলামী সাংস্কৃতিক ফোরাম ওমান এর উদ্যোগে পঞ্চম রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত চলে এই প্রতিযোগিতা। এতে ওমানের বিভিন্ন অঞ্চল থেকে ৭৬ জন প্রতিযোগী অংশ নেন। বাছাই পর্ব শেষে নির্বাচিত হন ১৫ জন, তাদের মধ্য থেকে তিনজনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।
প্রতিযোগিতায় প্রথম হওয়া মোঃ ফাইজ আহমেদ পেয়েছেন সম্পূর্ণ খরচসহ একটি ওমরা প্যাকেজ। দ্বিতীয় হয়ে মোঃ মহিউদ্দিন পেয়েছেন ওমরার ভিসা এবং তৃতীয় বিজয়ী মোঃ সাইফুল ইসলাম একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন পেয়েছেন।
ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান রাখার প্রত্যাশা ফোরামের সভাপতি মাহবুবুর রহমানের। অপরদিকে ইসলামী সংস্কৃতির প্রসারে প্রবাসীদের সম্পৃক্ত করেই এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফোরামের সেক্রেটারী শাহাদাত হুসাইন। এবারের আয়োজনে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ আল মামুন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
