সৌদি আরবে গত এক সপ্তাহে ১৮ হাজার ৪০৭ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের ঘটনা। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।
সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৯৯৫ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৩ হাজার ৫১২ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ১ হাজার ৯০০ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। আর অবৈধভাবে সৌদি প্রবেশের দায়ে ১ হাজার ২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের বেশিরভাগই ইথিউপিয়ান ও ইয়েমেনি নাগরিক।
এছাড়া ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় ও আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
