সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন গন্তব্যে বিমান ভাড়া ৭৫ শতাংশ পর্যন্ত কমেছে- আটাবের এমন দাবিকে ‘সাময়িক সুখবর এবং আইওয়াশ’ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ ও এয়ারলাইন্স সংশ্লিষ্টরা।
তারা বলছেন, এয়ার টিকেটের গ্রুপ বুকিং, সিন্ডিকেট, অন্যায্য মূল্য বৃদ্ধি ঠেকাতে সরকারের টাস্কফোর্স গঠন ভালো উদ্যোগ। নিয়মিত মনিটরিং করা হলে এর সুফল পাওয়া যাবে। তবে সরকারি পদক্ষেপের কারণে ভাড়া ৭৫ শতাংশ পর্যন্ত কমেছে, এটি সঠিক নয়।
কারণ ওমরাহর ভিসা না পাওয়া এবং ঈদে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার টিকেটের চাহিদা না থাকায় ভাড়া কমেছে। চলতি মাস এবং মে মাসে টিকেটের চাহিদা বাড়লে দামও বাড়বে।
টিকেটের দাম কমানোর জন্য ফ্লাইট বাড়ানোর পাশাপাশি বিভিন্ন অতিরিক্ত চার্জ কমানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
