সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আঞ্চলিক নানা বিষয়ে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (৪ মার্চ) সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে।
ইরনা নিউজ এজেন্সি জানিয়েছে, ফোনকলে পেজেশকিয়ান বলেন, মুসলিমরা যদি হাত মেলায়, তাহলে তারা ফিলিস্তিন এবং গাজার জনগণেরসহ কিছু ইসলামী দেশের বিরুদ্ধে নিপীড়ন ও অপরাধ প্রতিরোধ করতে পারবে। আমি আত্মবিশ্বাসী ইসলামী দেশগুলো যদি একসঙ্গে কাজ করে, এই অঞ্চলে নিরাপত্তা ও সমৃদ্ধি আনতে পারবে।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের জন্য ইরানি প্রেসিডেন্টের আহ্বানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ইরান ও সৌদি আরবের মধ্যে সহযোগিতা জোরদার হলে আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
পেজেশকিয়ান বলেছেন, আমরা কোনো দেশের সাথে যুদ্ধ চাই না, তবে আত্মরক্ষায় আমাদের কোনো দ্বিধা নেই এবং এই বিষয়ে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা সর্বোচ্চ স্তরে রয়েছে।
সৌদি যুবরাজও এই অঞ্চলে উত্তেজনা হ্রাস সম্পর্কিত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করার জন্য রিয়াদের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
