ফরিদপুরের নগরকান্দায় বিয়ের এক মাসের মাথায় ডাকাতের হামলায় প্রাণ গেল জামাল মাতুব্বর (৫৫) নামের এক প্রবাসীর। ডাকাতরা এ সময় নগদ ৫ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামে নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে।
জামাল মাতুব্বর কোনাগ্রামের হাতেম মাতুব্বরের ছেলে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানায়, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী তার বাবা হাতেম মাতুব্বরকে হত্যা করে। তখন জামাল মায়ের গর্ভে। জন্মের পর মা শিরি বেগম তাকে একাই লালন-পালন করেন। সংসারের দায়িত্ব নিতে ২৮ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। দীর্ঘদিন পর গত রমজানের আগে দেশে ফিরে মাত্র এক মাস আগে বিয়ে করেন।
জামালের মা শিরি বেগম জানান, সেদিন বাড়িতে শুধু জামাল ও তার নববধূই ছিলেন। ডাকাতরা ঘরে ঢুকে তাকে নির্মমভাবে হত্যা করে নগদ পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
জামালের খালাতো বোন সাথী বেগম বলেন, কয়েকজনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও টাকা লুটে নেয়। ডাকাত চলে যাবার পর বিষয়টি আমরা জানতে পারি। জামাল মাতুব্বরের মৃত্যুতে পরিবারে আলো জ্বালানোর কেউ রইল না। বৃদ্ধ মা ছেলের শোকে পাগল প্রায়। এখন নিঃসঙ্গ তার বৃদ্ধ মা। স্থানীয়দের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
ফরিদপুর পুলিশের সিনিয়র সহকারী সুপার মো. আসাদুজ্জামান শাকিল বলেন, ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
