প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে ফের সংক্রমণ ও প্রাণহানির সংখ্যা বাড়লেও ওমানে আজ শূন্যের কোঠায় নেমেছে মৃতের সংখ্যা। বুধবার (১৫-সেপ্টেম্বর) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৪৫ জন এবং মৃত রোগীর সংখ্যা শূন্য। গতকালের তুলনায় আজ আক্রান্ত কমেছে ১৫ জন এবং মৃত কমেছে ১ জন।
ওমান নিউজ এজেন্সির দেওয়া প্রতিবেদন অনুযায়ী আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ৮৪ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৬.৮ শতাংশে। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ১০ জন।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
বর্তমানে আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৮ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ৫৬ জন। বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২৬৮ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৪৯৮ জন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৯০ জন।
এদিকে চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। ইতিমধ্যেই চীনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানে সম্প্রতি করোনা সংক্রমণ বাড়ার জেরে নাগরিকদের ভ্রমণ বিষয়ক সতর্কবার্তা দিয়েছে চীনের সরকার। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সিনহুয়া।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post