আগামী ১৭ অক্টোবর পর্দা উঠবে বিশ্ব ক্রিকেটের মেগা আসর টি-টোয়েন্টি বিশ্বকাপের। এই টুর্নামেন্টে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দিয়েছে বিসিবি। তবে করোনাভাইরাসের শঙ্কা আর দীর্ঘ সূচির কথা মাথায় রেখে ১৫ সদস্যের সঙ্গে আরও ২ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপ দলে নিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড।
এদিকে বিশ্বকাপের জন্য অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে পরিপূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে ওমানও। নতুন মুখ হিসেবে যুক্ত হওয়া দুইজন হলেন- নেস্তর ধাম্বা ও আয়ান খান। এর বাইরে বাকি সবাই লম্বা সময় ধরেই খেলছেন ওমান জাতীয় দলে। অভিজ্ঞ অলরাউন্ডার জিসান মাকসুদকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
ওমান ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচটি। প্রথম রাউন্ডে নিজেদের গ্রুপের ছয়টি ম্যাচ আয়োজন করবে স্বাগতিক ওমান। আগামী ১৭ অক্টোবর প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে এই দুই দল।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমানের স্কোয়াডে অভিজ্ঞ হিসেবে আছেন মোহাম্মদ নাদিম, আকিব ইলিয়াস, খাওয়ার আলি এবং জাতিন্দার সিং। তাদের অভিজ্ঞতার ওপর অনেকাংশে নির্ভর করবে দলটি। অভিজ্ঞদের ওপর ভর করে স্বাগতিকদের প্রথম লক্ষ্য প্রথম রাউন্ড উতরে যাওয়া। তাদের গ্রুপে প্রতিপক্ষ হিসেবে আছে পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও বাংলাদেশ।
বাংলাদেশের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানের আল আমরাত ক্রিকেট গ্রাউন্ডে। প্রবাসী ক্রিকেট ভক্তদের মাঠে বসে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে ওমান সরকার। আজ রবিবার (১২-সেপ্টেম্বর) ওমান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২৫০০ থেকে ৩০০০ দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে।
তবে অবশ্যই করোনার দুইডোজ ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। ভ্যাকসিনের সম্পুন্ন ডোজ নেওয়া ব্যতীত মাঠে প্রবেশের অনুমতি মিলবেনা বলে সাফ জানিয়েছে দিয়েছে ওমান ক্রিকেট বোর্ড। তবে টিকেটের মূল্য নিয়ে এখনো কিছু জানায়নি ওমান। শীঘ্রই টিকেটের মূল্য এবং টিকেট প্রাপ্তির স্থান জানানো হবে বলে জানিয়েছেন ওমান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান উন্নয়ন কর্মকর্তা দিলীপ মেন্ডিস।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post