সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে, যা প্রতিবেশী দেশ ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সম্পর্ক আঞ্চলিক ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। চীন বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বড় ধরনের বিনিয়োগ করছে, যার মধ্যে রয়েছে গভীর সমুদ্রবন্দর, সড়ক ও রেল যোগাযোগ এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। সামরিক সহযোগিতার অংশ হিসেবে চীন বাংলাদেশকে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে এবং সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়ায় সহযোগিতা করছে। রাজনৈতিক ক্ষেত্রে, বাংলাদেশ ও চীন বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে একে অপরকে সমর্থন জানাচ্ছে।
ভারতের প্রধান উদ্বেগ হলো, বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধি পেলে তা ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এই নতুন সম্পর্কের কারণে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসতে পারে বলে মনে করছে ভারত। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এর মাধ্যমে চীন বাংলাদেশে তাদের প্রভাব বিস্তার করছে, যা ভারতের জন্য একটি চিন্তার বিষয়।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশ ও চীনের এই ঘনিষ্ঠ সম্পর্ক ভারতের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ। তবে, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, এই সম্পর্ক শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের জন্য, কোনো সামরিক উদ্দেশ্য এর সাথে জড়িত নয়।
বাংলাদেশ ও চীনের মধ্যে এই নতুন সম্পর্ক দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ভারত এই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করে, তা এখন দেখার বিষয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post