বিশ্বকাপের জন্য অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে পরিপূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে ওমান। নতুন মুখ হিসেবে যুক্ত হওয়া দুইজন হলেন- নেস্তর ধাম্বা ও আয়ান খান। এর বাইরে বাকি সবাই লম্বা সময় ধরেই খেলছেন ওমান জাতীয় দলে। অভিজ্ঞ অলরাউন্ডার জিসান মাকসুদকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
ওমান ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে হবে ম্যাচটি। প্রথম রাউন্ডে নিজেদের গ্রুপের ছয়টি ম্যাচ আয়োজন করবে স্বাগতিক ওমান।
ওমানের স্কোয়াডে অভিজ্ঞ হিসেবে আছেন মোহাম্মদ নাদিম, আকিব ইলিয়াস, খাওয়ার আলি এবং জাতিন্দার সিং। তাদের অভিজ্ঞতার ওপর অনেকাংশে নির্ভর করবে দলটি। অভিজ্ঞদের ওপর ভর করে স্বাগতিকদের প্রথম লক্ষ্য প্রথম রাউন্ড উতরে যাওয়া। তাদের গ্রুপে প্রতিপক্ষ হিসেবে আছে পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও বাংলাদেশ।
এর আগে ২০১৬’র টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছিল ওমান। সেই আসরে আয়ারল্যান্ডকে হারিয়ে নিজেদের প্রথম জয় পেয়েছিল তারা। এদিকে একইদিন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন ছয়জন ক্রিকেটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের স্কোয়াডে থাকছে, জিসান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস (সহ-অধিনায়ক), জাতিন্দার সিং, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সুরাজ কুমার, সন্দ্বীপ গৌর, নেস্তর ধাম্বা, কলিমউল্লাহ, বিলাল খান, নাসিম খুশি, সুফিয়ান মেহমুদ, ফায়াজ বাট ও খুররাম খান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post