মহড়া চলাকালে দুই যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফরাসি বিমানবাহীনির দুটি ‘অ্যাক্রোব্যাটিকস’ যুদ্ধবিমানের মধ্যে এই সংঘর্ষ হয়।
বার্তা সংস্থা এএফপিকে ফরাসি বিমানবাহিনী জানিয়েছে, দুটি আলফা জেট বিমান উত্তর-পূর্ব ফ্রান্সের সেন্ট-ডিজিয়ারের পশ্চিমে একটি বিমানঘাঁটির কাছে একে অপরের সঙ্গে ধাক্কা খায়। একটি বিমান নিয়ন্ত্রণ হারিয়ে কাছে থাকা একটি সাইলোয় আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়।
ওই বিমানের মধ্যে দুজন চালক এবং একজন কর্মী ছিলেন। তাদের সবাইকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনজনের মধ্যে একজন গুরুতর আহত হলেও দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি।
ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার উত্তর-পূর্ব ফ্রান্সের একটি বিমানঘাঁটির কাছে এই ঘটনা ঘটে। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মহড়া আরও নিখুঁত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ফ্রান্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।
https://www.kalbela.com/world/middle-east/175856
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post