মা, বাবা, ভাই বোন রেখে একটু উন্নত জীবনের আশায় সৌদি আরবে পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর গ্রামের প্রবাসী কবির হোসেন৷ আশা ছিল সৌদিতে গিয়ে ভাগ্য ফেরাবেন।
ফেরাবেন পরিবারের সুখ-শান্তি, শেষ করবেন অস্বচ্ছলতা, কিন্তু সেই আশা ভেস্তে গেল। একটি সড়ক দুর্ঘটনায় মারা গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন তিনি।
মৃত্যুর প্রায় এক মাস পর বুধবার সন্ধ্যায় তার লাশ বাড়িতে পৌঁছায়। এসময় মা, বাবা, স্ত্রী, ভাই বোনসহ আত্মীয় স্বজন ও গ্রামবাসীর কান্নায় গোটা এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে।
নিহত কবির হোসাইন নাটঘর গ্রামের মোঃ বেদন মিয়া’র ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।
পরিবার সূত্রে জানাযায়, কয়েক বছর পূর্বে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান কবির হোসেন। প্রবাস জীবন ভালোই চলছিল তার৷ গত ২ মার্চ এক ভয়াভহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। অবশেষে প্রায় ১ মাস পর সৌদি দূতাবাসের সহযোগিতায় বুধবার দুপুরে কবির হোসেন এর লাশ পৌঁছায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে বুধবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা লাশ বাড়িতে নিয়ে আসেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় জানাযা নামাজ শেষে নাটঘর কেন্দ্রীয় কবরস্থানে মহরহুমের লাশ দাফন করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post