শবে ক্বদর উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৭ মার্চ) বন্ধ থাকছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের দাপ্তরিক কার্যক্রম। একইসাথে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ছুটিও ঘোষণা করা হয়েছে। দূতালয় প্রধান থোইং -এ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দূতাবাসের ঈদুল ফিতরের ছুটি হয়েছে ওমানের রয়্যাল অর্ডারের নির্দেশনার মতোই। সে হিসেবে ছুটি হবে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল কিংবা ৩০ মার্চ থেকে পহেলা এপ্রিল পর্যন্ত। যদি ঈদের প্রথম দিন রবিবার হয়, তাহলে ছুটি শেষ হবে মঙ্গলবার। এবং বুধবার থেকে অফিস শুরু। আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার, তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার।
কর্মীদেরও ঈদের সঠিক দিনক্ষণ এবং কতদিন ছুটি পাবেন তা জানতে শনিবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তাদেরও ছুটি হতে পারে পাঁচ কিংবা নয় দিনের। রাজকীয় ফরমান অনুসারে, সকল সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের ঈদুল ফিতরের ছুটি ২৯ মার্চ শনিবার থেকে শুরু হবে। কিন্তু শেষ হবে পৃথক সম্ভাব্যতা অনুসারে।
ঈদের প্রথম দিন রবিবার হলে ছুটি শেষ হবে মঙ্গলবার। এবং বুধবার থেকে অফিস শুরু। আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার, তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার এবং অফিশিয়াল কার্যক্রম ৬ এপ্রিল রবিবার থেকে শুরু হবে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে – ছুটিতে প্রয়োজন বিবেচনায় কর্মীদের কাজে রাখা যেতে পারে – তবে সেই দিনগুলোর জন্য তারা আলাদা বেতন বা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post