চট্টগ্রাম নগরীর চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লেখায় দুই যুবককে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) রাত দেড়টার দিকে বাকলিয়া থানা এলাকার শহীদ বশরুজ্জামান চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন – চন্দনাইশ উপজেলার মধ্যম হাশিমপুর এলাকার মীর মহিউদ্দিনের ছেলে সাদ মাহমুদ (২৪) এবং চন্দনাইশ পৌরসভা এলাকার নাছির উদ্দিনের ছেলে আশরাফ উদ্দিন রিয়াজ (২৮)।
পুলিশ জানিয়েছে, সাদ মাহমুদের নেতৃত্বে চান্দগাঁও পুলিশ বক্সে ‘জয় বাংলা’ লিখেছিলেন তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post