বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বার্তা, ছবি আদান প্রদানের পরিমাণ। যার মাধ্যমে ছড়িয়ে যায় গুজব বা আতঙ্ক। গুজব বা আতঙ্ক রোধে যুক্ত হচ্ছে নতুন ফিচার।
ইন্ডিয়া টুডে প্রতিবেদনে তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো ছবি উৎস মুহূর্তেই যাচাই করতে পারবেন ব্যবহারকারীরা। এ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ চালু থাকা অবস্থাতেই গুগলে সার্চের মাধ্যমে ছবির উৎস খুঁজে বের করতে পারবেন। যার মাধ্যমে ছবিটি আগে কখনো অনলাইনে প্রকাশ হয়েছে কি না, তা সহজে জানা যাবে।
হোয়াটসঅ্যাপে নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা সহজেই অন্যদের পাঠানো ছবির উৎস জানতে পারবেন। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো নিয়ন্ত্রণ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, অন্যদের পাঠানো ছবির উৎস যাচাইয়ের জন্য প্রথমে চ্যাট বক্সে থাকা নির্দিষ্ট ছবিতে ক্লিক করে ৩টি ডট মেন্যু অপশনে ট্যাপ করতে হবে। এরপর সার্চ অন ওয়েব অপশন নির্বাচন করলেই একটি রিভার্স ইমেজ সার্চ সুবিধা চালু হবে। সেখানেই ছবির উৎস বা ছবিটি এর আগে কবে ও কোনো ওয়েবসাইটে প্রথম প্রকাশিত হয়েছে, তা জানা যাবে। শুধু তা-ই নয়, ছবিটি সম্পাদনা করা হয়েছে কি না, তা-ও জানা যাবে। কয়েক সপ্তাহের মধ্যে সুবিধাটি চালু হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post