বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর তালিকায় ১৩তম দেশ দক্ষিণ আফ্রিকা। সবশেষ গত ফেব্রুয়ারি মাসেই দেশটি থেকে রেমিট্যান্স এসেছে তিন কোটির বেশি মার্কিন ডলার। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক মন্দার কারণে কিছুটা খারাপ পরিস্থিতিতে পড়েছিলেন প্রবাসীরা। তবে ধীরে ধীরে পাল্টাতে শুরু করেছে পরিস্থিতি।
গত বছরের জুনে সরকার পরিবর্তন ও দেশটির নবগঠিত জোট সরকারের শক্ত হস্তক্ষেপে গতি বেড়েছে দেশটির অর্থনীতিতে। ডলার বিপরীতে দক্ষিণ আফ্রিকার মুদ্রা রেন্ডের দাম বাড়ায় সচল হতে শুরু করেছে দেশটির অর্থনীতির চাকা।
রেমিট্যান্সের পালেও লেগেছে হাওয়া। রেন্ডের মান ভালো হওয়ায় পর্যাপ্ত টাকা পাঠাতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলেন, রেন্ডের মান বেশ ভালো। ঈদ উপলক্ষে তাই দেশে আত্মীয়-স্বজনদের কাছে অর্থ পাঠাচ্ছি।
বৈধভাবে রেমিট্যান্স পাঠাতে এবার রোজায় আর ঈদে বিশেষ সেবা দিয়ে যাচ্ছে মানি এক্সচেঞ্জ হাউসগুলো। ঘরে বসে খুব সহজে টাকা পাঠাতে অ্যাপনির্ভর সেবা চালু করেছে বিভিন্ন মানি এক্সচেঞ্জ কোম্পানি।
দক্ষিণ আফ্রিকার নেক মানির প্রধান নির্বাহী কাজি ফরহাদ কামাল বলেন, ঈদকে সামনে রেখে বাড়তি এক্সচেঞ্জ রেটের সুবিধা দেয়া হচ্ছে। বিশেষ করে যারা মোবাইল অ্যাপ ব্যবহার করে টাকা পাঠাচ্ছেন তারা ৩ পয়সা বেশি পাচ্ছেন।
দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকার মুদার বিপরীতে বেশি টাকা পাওয়ায় ঈদ সামনে রেখে ব্যাপক হারে রেমিট্যান্স পাঠাচ্ছেন প্রবাসীরা। আগামীতে এই হার আরও বাড়বে বলে মনে করছেন তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post