প্রবাসীদের আবাসন আইনের সংশোধন করে নতুন আইন জারি করেছে ওমান সরকার। গতকাল রবিবার (৫-সেপ্টেম্বর) দেশটির আবাসন আইনের কিছু বিধান সংশোধন করে নতুন একটি ডিক্রি জারি করা হয়েছে। ডিক্রি অনুসারে, একজন প্রবাসী তার ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৫ দিন আগে তার রেসিডেন্স পারমিট নবায়নের জন্য আবেদন করতে হবে। এছাড়াও কারণ ছাড়াই বাসস্থান অন্য কাউকে প্রদান করা যাবে না।
ডিক্রির প্রথম অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে, “প্রবাসীদের আবাসন সংক্রান্ত নতুন যে আইন পাশ করা হয়েছে তা সকল প্রবাসী নাগরিকদের মেনে চলতে হবে। যদি কেউ এই আইনের বিরোধিতা করে তাহলে তার রেসিডেন্স পারমিট বাতিল করা হবে।
এদিকে, ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশনের তথ্য অনুসারে গত দুই বছরে প্রায় ৫ শতাংশ প্রবাসী ওমান ছেড়ে নিজ দেশে ফিরে গিয়েছে। গত চার বছরের ব্যবধানে দেশটিতে প্রবাসীর সংখ্যা কমে এসে দাঁড়িয়েছে ৩৭.১০ শতাংশে।
চলতি মাসের সেপ্টেম্বর পর্যন্ত ওমানের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ১৬ হাজার ৬০৩ জন। যাদের মধ্যে ওমানি নাগরিকের সংখ্যা ২৭ লাখ ৭৮ হাজার ৮৭২ জন এবং প্রবাসীর সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৭৩১ জন। এছাড়াও গত দুই সপ্তাহে দেশটিতে প্রায় ১৭ হাজার ৯১২ প্রবাসী ওমান ছেড়ে নিজে দেশে পাড়ি জমিয়েছেন।
আরো পড়ুনঃ
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
এনসিএসআইয়ের পরিসংখ্যানে আরো দেখা গেছে, চলতি বছরে দেশটিতে প্রবাসী নাগরিকের সংখ্যা ছিলো ৪২.৩০ শতাংশ যেখানে বর্তমানে রয়েছে ৪০ শতাংশ। গত ২০১৭ সালে যেখানে দেশটিতে প্রবাসী নাগরিকের সংখ্যা ছিলো প্রায় ৪৬ শতাংশ।
মানব সম্পদ বিশেষজ্ঞরা জানিয়েছেন, “দেশটিতে প্রবাসীদের সংখ্যা কমে গেলেও এই সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। কারণ বর্তমান মহামারির কারণে অনেক প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে আটকে রয়েছে। তারা ফিরে আসলে আবার দেশটিতে প্রবাসীদের সংখ্যা বৃদ্ধি পাবে। তবে ওমানের জাতীয়করণের নীতির অংশ হিসাবে দেশে প্রবাসীরা তাদের চাকরী হারাবে এমন তথ্য মানতে নারাজ তারা।”
এনসিএসআই এর তথ্য অনুযায়ী, দেশটিতে ১১ লাখ ২ হাজার ৩২০ জন প্রবাসী বেসরকারি খাতে কাজ করছে। এছাড়াও সরকারী খাতে কাজ করছে ৩৯ হাজার ৩০৬ জন। প্রবাসীদের বসবাসের তালিকায় দেশটিতে সবচেয়ে বেশি প্রবাসী বসবাস করে দেশটির রাজধানী মাস্কাটে।
মাস্কাটে প্রবাসী রয়েছে ৫ লাখ ২৮ হাজার ১০২ জন। এর পরেই রয়েছে উত্তর আল বাতিনাহ প্রদেশে। এই প্রদেশে প্রবাসীর সংখ্যা এক লাখ ৯৪ হাজার ৫০৩ এবং তৃতীয় অবস্থানে রয়েছে ধোফার প্রদেশে। এখানে রয়েছেন ১৫ হাজার ২১৫ জন।
ওমানে প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বাংলাদেশী নাগরিক। দেশটিতে প্রায় ৫ লাখ ২৮ হাজার ৬৮২ জন বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত রয়েছে। এরপরেই রয়েছে ভারতীয়রা। তাদের সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৩৭ জন এবং পাকিস্তানিরা রয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৪০৮ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post