এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সাক্ষী হলো সংযুক্ত আরব আমিরাত। যেখানে সফলভাবে দিবাকালীন শুক্র গ্রহের অর্ধচন্দ্র ক্যামেরাবন্দি করেছে আবুধাবির মরুভূমিতে অবস্থিত আল খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র। এই ব্যতিক্রমী দৃশ্যটি ধরা পড়ে রোববার যখন একটি বিশেষ মহাজাগতিক অবস্থান ‘ইনফেরিয়র কনজাংশন’ সংঘটিত হয়।
আমিরাত সময় সকাল ৯ টা ১৮ মিনিটে এই ঘটনা ঘটে, এসময় পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান করছিল শুক্র। তাত্ত্বিকভাবে এ সময় শুক্র সূর্যের ডিস্ক অতিক্রম করলে একটি ছোট কালো বিন্দুর মতো দেখা যাওয়ার কথা, কিন্তু তার কক্ষপথের সামান্য ঝুঁকে থাকার কারণে এটি সূর্য থেকে ৮.৪ ডিগ্রি দূরে অবস্থান করছিল। ফলে, এটি চাঁদের বিভিন্ন রূপের মতো একটি সূক্ষ্ম অর্ধচন্দ্রের আকৃতি নিয়ে দেখা দেয়।
পর্যবেক্ষণ কেন্দ্রের ১৪-ইঞ্চি প্রধান টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা এই ক্ষণস্থায়ী বিরল মুহূর্তটির ছবি তুলতে সক্ষম হন, যদিও সে সময় আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। মেঘের অল্প বিরতির মধ্যেই শুক্রের অর্ধচন্দ্রটি কয়েক মিনিটের জন্য দৃশ্যমান হয়, সেসময়ের মধ্যেই এই বিরল ঘটনার দৃশ্যবন্দী করা সম্ভব হয়। এই বিরল দৃশ্যের ছবি ও ভিডিও ধারণ করেন আল খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ। তাকে সহায়তা করেন পর্যবেক্ষণ কেন্দ্রের অন্যান্য সদস্যরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post