ওমানের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন একাধিক প্রবাসী। মাস্কাটে পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে ২ জন এবং জালান বানি বু আলীর একটি বাড়ি থেকে নগদ টাকা এবং গয়না চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে তদন্ত ও অপরাধ তদন্ত অধিদপ্তর। তাদের কাছ থেকে মাদকদ্রব্যও জব্দ করেছে পুলিশ। অপর এক অভিযানে আল দাখিলিয়ায় ২০ কেজিরও বেশি ক্রিস্টাল মেথ এবং গাঁজা পাচারের সময় এক প্রবাসীসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন।
সিনাওয়ে পাচারের উদ্দেশ্যে আতশবাজি রাখার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে উত্তর আল শারকিয়াহ গভর্নরেট পুলিশ কমান্ড। আল ধহিরায় গাড়ির ভেতরে বিপুল পরিমাণ নিষিদ্ধ সিগারেট পাচারের দায়ে গ্রেপ্তার হয়েছেন এক প্রবাসী। আল খাবুরার একটি বাণিজ্যিক দোকান থেকে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনজন।
এ ছাড়া সোহারের একটি খামার থেকে গবাদি পশু চুরির অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গভীর রাতে রাজধানীর রাস্তায় বিপজ্জনক স্টান্ট প্রদর্শন এবং জনসাধারণের শান্তির ব্যাঘাত ঘটানোয় ৬৫টি গাড়ি জব্দ করেছে মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ড। বাউশার এবং সিবের স্পেশাল টাস্ক পুলিশ ইউনিটের সহযোগিতায় এসময় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post