শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের পাওনা ২৭ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে। না করলে কঠোর ব্যবস্থাসহ মালিকরা বিদেশে যেতে পারবে না। বাড়ি-গাড়ি বিক্রি করে হলেও বেতন ভাতা দিতে হবে।
মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে ঈদে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে বৈঠকে এসব জানান তিনি। এসময় উপদেষ্টা বলেন, ১০/১২টি প্রতিষ্ঠানে সমস্যা আছে। এর মধ্যে পুরনো বেতন ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষ আছে। ১২টা প্রতিষ্ঠানের মালিক বিদেশে যেতে পারবে না। ঈদ আসলে শ্রমিকদের বেতন দিতে গিয়ে বলবেন টাকা নাই এটা হবে না।
উপদেষ্টা আরও বলেন, ৯৯ ভাগ গার্মেন্টস বেতন ভাতা হয়ে গেছে। ২২৫০ কোটি টাকা ইনসেন্টিভ দেয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, বাজার অনেকটা নিয়ন্ত্রণে আছে। ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মনিটরিং করা হয়েছে। পোর্টে পণ্য খালাস না করে দাম বৃদ্ধির চেষ্টা প্রতিহত করা হয়েছে। খেজুর, ছোলাসহ বিভিন্ন পণ্যের দাম আগের চেয়ে কম ছিলো। এজন্য সরকারকে ক্রেডিট দেয়া উচিত।
আইএলও সফর প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, শ্রম ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে আইএলও মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এটা হলে বাংলাদেশ থেকে রপ্তানি বাধাগ্রস্ত হতো। আলোচনা করে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করার পর তারা মামলার সময় আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে।
বেক্সিমকোর ঘটনায় ফৌজদারি অপরাধের কারণে কবির নামে একজন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়গুলো আইএলওকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post