রাজধানীর শাহবাগ এলাকায় টেস্ট ড্রাইভের কথা বলে টয়োটা হেরিয়ার জিপ ছিনতাইয়ের ঘটনায় একজন সাবেক বুয়েট শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। অভিযুক্ত আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬) গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া গাড়ি, একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (২৪ মার্চ) রাত ৩টা ১৫ মিনিটে গুলশানের ৪১ নম্বর রোডে আমারি ঢাকা হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পরীবাগ গার্ডেন টাওয়ারে অবস্থিত হইল ডিলস্ (বারভিডা-১৭৯১) নামের একটি গাড়ির শোরুমের মালিক মাশরুর নাঈর (২৯) একজন জাপানি গাড়ির আমদানিকারক ও পরিবেশক।
গত ৭ মার্চ বিকেল ৫টা ৩০ মিনিটে এক ব্যক্তি ফোন করে টয়োটা হেরিয়ার গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন। আলোচনার একপর্যায়ে মাশরুর নাঈর তাকে নিজের গ্যারেজে গাড়ি দেখতে আসার আমন্ত্রণ জানান। পরদিন রাত ৭টা ৩৭ মিনিটে সেই ব্যক্তি গ্যারেজে পৌঁছান, তার সঙ্গে বাইরে আরও দুজন অবস্থান করছিল।
পরবর্তীতে, টেস্ট ড্রাইভের কথা বলে ওই তিনজন গাড়িতে ওঠেন এবং মাশরুর নাঈরের চাচাতো ভাই মো. পিয়াল মাহমুদকে সঙ্গে নেন। গাড়িটি চালিয়ে রাত ৮টা ১৫ মিনিটে শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশনের কাছে গিয়ে তারা থামেন। তখন এক ব্যক্তি পিয়াল মাহমুদের মাথায় পিস্তল ধরে ভয় দেখিয়ে তাকে নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া গাড়িটির বাজারমূল্য প্রায় ৮৫ লাখ টাকা।
ঘটনার কিছুক্ষণ পর, ছিনতাইকারীরা মাশরুর নাঈরের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে মামলা না করার এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার হুমকি দেয়। পরবর্তীতে, মাশরুর নাঈর থানায় অভিযোগ করলে ৯ মার্চ শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।
তদন্তের মাধ্যমে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। এরপর ২৪ মার্চ গভীর রাতে বিশেষ অভিযানে আহসান আহমেদ ওরফে মাসুমকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাসুম বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং প্রযুক্তি ব্যবহারে দক্ষ হলেও সে একজন পেশাদার অপরাধী। এর আগেও বিভিন্ন ছিনতাই ও অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গাড়ি ছিনতাই করে পরে মালিকদের কাছ থেকে মুক্তিপণ আদায় করাই ছিল তার কৌশল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post