মাত্র তিন দিনে ১৪ হাজার দিরহাম বা ৪ লাখ ৬৪ হাজার টাকা আয় করেছেন এমন এক ভিক্ষুককে গ্রেপ্তার করেছে শারজাহ পুলিশ। স্পেশাল টাস্ক ডিপার্টমেন্টের অধীনে ভিক্ষা বিরোধী আভিযানিক দল তাকে আয় করা দিহরামসহ গ্রেপ্তার করে। শারজাহ পুলিশ জানায়, আটক ভিক্ষুক একজন প্রবাসী আরব নাগরিক।
তিনি আর্থিক সংকটের দাবি করে মসজিদের সামনে ভিক্ষা করেন। তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ টহল দল পাঠানো হয় এবং তাকে হেফাজতে নেওয়া হয়।
তদন্তে জানা যায়, সে অবৈধভাবে আমিরাতে এসে তিন দিনে ভিক্ষা করে ১৪ হাজার দিরহাম আয় করেছে। তিনি ছাড়াও রমজানের প্রথমার্ধে দুবাইতে ১২৭ জন ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছিল। একই সময়ে শারজায় গ্রেপ্তার হন ১০৭ জন। তাদের কাছ থেকে ৫০ হাজার দিরহামেরও বেশি জব্দ করা হয়।
শারজাহর স্পেশাল টাস্ক বিভাগের পরিচালক জেনারেল ওমর আল গজল জানিয়েছেন, তাদের দেওয়া হটলাইনে অনেক মানুষ ভিক্ষুকদের ব্যাপারে তথ্য দিচ্ছে। এতে ভিক্ষুকদের শনাক্তকরণ ও তাদের ধরা সহজ হয়েছে। তিনি সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন, তারা যেন নিবন্ধিত চ্যারিটি সংগঠনে সহায়তা দেন। এতে করে যারা সত্যিকার অর্থে অভাবে আছেন তারা সেই অর্থ পাবেন এবং উপকৃত হবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post