ওমানে আগামী বৃহস্পতিবারের মধ্যে কর্মীদের চলতি মার্চ মাসের বেতনভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। রোববার বেসরকারি খাতের নিয়োগকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে এ সংক্রান্ত সার্কুলার জারি করে মন্ত্রণালয়। বলা হয়েছে, ঈদুল ফিতর উপলক্ষ্যে এবং ২০২৩-৫৩ এর রাজকীয় ডিক্রি মেনে নিয়োগকর্তাদের অবশ্যই ২৭ ই মার্চের ভেতরে চলতি মাসের বেতন ভাতা কর্মীদের বুঝিয়ে দিতে হবে।
এ বছর ওমানে ঈদের সঠিক দিনক্ষণ এবং কর্মীরা কতদিন ছুটি পাবেন তা জানতে শনিবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ছুটি হতে পারে পাঁচ কিংবা নয় দিনের। রাজকীয় ফরমান অনুসারে, সকল সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের ঈদুল ফিতরের ছুটি ২৯ মার্চ শনিবার থেকে শুরু হবে। কিন্তু শেষ হবে পৃথক সম্ভাব্যতা অনুসারে।
যদি ঈদের প্রথম দিন রবিবার হয়, তাহলে ছুটি শেষ হবে মঙ্গলবার। এবং বুধবার থেকে অফিস শুরু। আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার, তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার এবং অফিশিয়াল কার্যক্রম ৬ এপ্রিল রবিবার থেকে শুরু হবে। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে – ছুটিতে প্রয়োজন বিবেচনায় কর্মীদের কাজে রাখা যেতে পারে – তবে সেই দিনগুলোর জন্য তারা আলাদা বেতন বা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post