আনন্দ আর উৎসবের আবহে মুখরিত হওয়ার কথা ছিল যে বাড়ি, সেখানে নেমে এলো শোকের ছায়া। বিয়ের ঠিক আগের রাতেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সৌদি আরব প্রবাসী যুবক সাগর হোসেন। শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার চৌগাছা এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত সাগর হোসেনের (২৫) বাড়ি গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে। তিনি তোজাম্মেল হোসেনের পুত্র। প্রিয় সন্তানের এমন অপ্রত্যাশিত মৃত্যু সংবাদে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন বাবা তোজাম্মেল হোসেন, যিনি বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগর হোসেন পাঁচ দিন আগেই বহুদিনের কর্মস্থল সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। রবিবার (২৩ মার্চ) তার বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল।
শনিবার রাতে গাংনী উপজেলা শহর থেকে বিয়ের বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ির পথে রওনা হয়েছিলেন তিনি।
পথিমধ্যে গাংনী-কাথুলি সড়কের চৌগাছা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি স্যালোইঞ্জিন চালিত যান আলগামনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এই দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান সাগর। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একটি নতুন জীবন শুরুর প্রাক্কালে এমন করুণ পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা বাকরুদ্ধ হয়ে পড়েছে সাগরের অকালমৃত্যুতে। তার বিবাহকে কেন্দ্র করে যে আনন্দযজ্ঞের প্রস্তুতি চলছিল, তা মুহূর্তে পরিণত হয়েছে গভীর বিষাদে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post