সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী শহর জিজানে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশি এক মসজিদের ইমাম। শুক্রবার (২১ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে হাফেজ আল আমিন নামে ওই ইমামকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ নিহত আল আমিনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, যেখানে সৌদিতে অবস্থানরত তার ভগ্নিপতি নাজমুল ইসলাম পরিচয় শনাক্ত করেন। বাংলাদেশে তার পরিবারকে বিষয়টি জানানো হয়।
নিহত আল আমিন পেশায় একজন হাফেজ ও মসজিদের ইমাম ছিলেন। পাশাপাশি জীবিকার জন্য বাসাবাড়িতে খাবার সরবরাহের কাজ করতেন। ঘটনার দিন তারাবির নামাজ শেষ করে খাবার ডেলিভারি দিতে বের হলে রাতেই তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আল আমিনের শরীরে একাধিক গুলির চিহ্ন ছিল, বিশেষত তার চোখ ও বুকে। প্রচণ্ড রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সৌদি পুলিশ হত্যার তদন্ত শুরু করেছে। তবে হত্যার কারণ এবং কারা জড়িত, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
নিহত ইমামের পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post