মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি শ্রমিক। শুক্রবার (২১ মার্চ) ভোরে শ্রমিকবাহী একটি ভ্যানের সঙ্গে একটি বাসের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে, নিহত ওই বাংলাদেশি কর্মীর নাম ও পরিচয় এখনও প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে সেপাং জেলার পুলাউ মেরান্তির স্মার্ট সদর দফতরের সন্নিকটে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
সেলাঙ্গর অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগের (জেবিপিএম)-এর সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার গণমাধ্যমকে জানান, তারা সকাল ৬টা ৪১ মিনিটে দুর্ঘটনার খবর পান। এরপর দ্রুত সাইবারজায়া অগ্নিনির্বাপণ ও উদ্ধার স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
আহমেদ মুখলিস আরও জানান, উদ্ধারকর্মীরা সকাল ৭টা ২০ মিনিটে ৪০ বছর বয়সী ভ্যানচালককে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। এর কিছুক্ষণ পর, সকাল সোয়া ৭টার দিকে ভ্যানের পেছনের আসনে বসা ৪০ বছর বয়সি এক বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। ভ্যানটিতে চালকসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। তবে, সৌভাগ্যবশত বাসটিতে কোনো যাত্রী না থাকলেও, বাসচালক অক্ষত রয়েছেন।
দুর্ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক বর্তমানে পুত্রজায়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা বেশ আশঙ্কাজনক। অন্যান্য আহতদেরও একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই দুর্ঘটনায় একজন বাংলাদেশি শ্রমিকের অকালমৃত্যুতে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post