শুক্রবার (২১ মার্চ) ব্রিটেনের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর, লন্ডনের হিথ্রো, অপ্রত্যাশিতভাবে সারাদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিমানবন্দরের নিকটবর্তী একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। এই জরুরি পরিস্থিতিতে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই কর্তৃপক্ষ এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর খবরটি প্রকাশ করেছে। হিথ্রো বিমানবন্দরের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ‘গুরুতরভাবে বিপর্যস্ত’ হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, “আমাদের সম্মানিত যাত্রী এবং সহকর্মীদের নিরাপত্তা সর্বাগ্রে। সেই কারণে, হিথ্রো বিমানবন্দর আগামী ২১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।”
বিমানবন্দর কর্তৃপক্ষ এই সময়ের মধ্যে যাত্রীদের বিমানবন্দরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। একইসাথে, যাত্রীদের তাদের ফ্লাইটের সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থার সাথে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই অপ্রত্যাশিত অসুবিধার জন্য হিথ্রো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
হিথ্রোর একজন মুখপাত্র পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে বলেন, “অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
তবে বিদ্যুৎ সরবরাহ কখন সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা সম্ভব হবে, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আমাদের কর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
তিনি আরও স্পষ্ট করে জানান, বিমানবন্দর পুনরায় চালু হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত যাত্রীদের ‘কোনো পরিস্থিতিতেই’ বিমানবন্দরের দিকে রওনা হওয়া উচিত নয়।
উল্লেখ্য, হিথ্রো বিমানবন্দর কেবল যুক্তরাজ্য নয়, বিশ্বজুড়ে অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর হিসেবে পরিচিত। প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০টি বিমান এই বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়ন করে। গত বছর এই বিমানবন্দরের টার্মিনাল ব্যবহার করে রেকর্ড সংখ্যক ৮৩.৯ মিলিয়ন যাত্রী তাদের গন্তব্যে পৌঁছেছেন।
এমন একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকা নিঃসন্দেহে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের প্রভাব ফেলবে এবং বহু যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post