আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আগামী ২৬ ও ২৭ মার্চ ২০২৫ (বুধবার ও বৃহস্পতিবার) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দূতাবাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ছুটির ঘোষণা করেছে।
দূতাবাসের মিনিস্টার ও দূতালয় প্রধান শাহানাজ আখতার রানু স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের মহান “স্বাধীনতা ও জাতীয় দিবস” এবং পবিত্র “লাইলাতুল কদর” এর সম্মানার্থে এই দু’দিন দূতাবাসের সকল সাধারণ কার্যক্রম বন্ধ থাকবে।
তবে, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জরুরি প্রয়োজনের কথা বিবেচনা করে দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে যে, ছুটির এই সময়েও দূতাবাসের জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে।
সুতরাং, আবুধাবিতে অবস্থানরত যে সকল বাংলাদেশি নাগরিকের দূতাবাসের সাধারণ সেবা গ্রহণের প্রয়োজন রয়েছে, তাদের প্রতি অনুরোধ করা হচ্ছে যেন তারা আগামী ২৫ মার্চের মধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করেন। তবে, জরুরি প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন এবং নির্ধারিত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে।
এই ছুটি বাংলাদেশ দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন এবং একইসাথে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post