শোবিজের জগতের চাকচিক্য ছেড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি লুবাবা সামাজিক মাধ্যমে তার পরিপক্ক মন্তব্য এবং আচরণের জন্য নেটিজেনদের কাছে ‘পাকনা লুবাবা’ নামে পরিচিত। তবে এখন তার চিন্তা ও জীবনযাত্রায় এসেছে আমূল পরিবর্তন।
শোবিজের জগত থেকে ধর্মের পথে ফেরার ঘটনা নতুন নয়। দেশ-বিদেশের অনেক তারকাই এই পথ বেছে নিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন লুবাবা। অনেকদিন ধরেই তিনি ইসলামের ছায়াতলে নিজেকে নিয়োজিত করেছেন। তবে সামাজিক মাধ্যমে তার উপস্থিতি এখনও অক্ষুণ্ণ। ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং এবং ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে তিনি নেটিজেনদের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছেন।
লুবাবার এই পরিবর্তন নিয়ে প্রশংসা ও আলোচনার ঝড় উঠেছে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি তার এই রূপান্তর নিয়ে কথা বলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অনুরাগীদেরকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান জানিয়েছেন। লুবাবা বলেন, “আশেপাশের মডার্ন-দের মতো ফলো করতে গেলে আমাদের আসল লক্ষ্য- পরকাল, আমরা তা ভুলে যাই। মিডিয়াতে কাজ করা যায়, কিন্তু কাজের ইসলামিক পদ্ধতি ও উদ্দেশ্য অনুসরণ করা উচিত। ইসলামের পথ বেছে নেওয়া আমার জীবনের সেরা সিদ্ধান্ত।”
লুবাবার এই আধ্যাত্মিক যাত্রা শোবিজ জগতে নতুন আলোচনার সূত্রপাত করেছে। তার অনুসারীদের মাঝে তিনি হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার নাম। লুবাবার এই পরিবর্তন শুধু তার ব্যক্তিগত জীবনেই নয়, সামাজিক মাধ্যমেও এক নতুন ধারা সৃষ্টি করেছে। ইসলামিক ফ্যাশন এবং জীবনযাত্রার প্রতি তার এই ঝোঁক অনেককে প্রভাবিত করছে।
লুবাবার এই আধ্যাত্মিক পথচলা শোবিজ জগতের জন্য একটি নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। তার এই সিদ্ধান্ত শুধু তার ব্যক্তিগত জীবনেই নয়, সামাজিক মাধ্যমেও এক নতুন ধারা সৃষ্টি করেছে। ইসলামিক ফ্যাশন এবং জীবনযাত্রার প্রতি তার এই ঝোঁক অনেককে প্রভাবিত করছে। লুবাবার এই যাত্রা শোবিজ জগতের জন্য একটি নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post