আগামীতে বায়রায় আর কোনো সিন্ডিকেট করতে দেওয়া হবে না। কেউ করলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন বায়রার নেতা খন্দকার আবু আশফাক। বুধবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বায়রার সম্মিলিত সমন্বয় পরিষদ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
‘কেউ যদি সিন্ডিকেট করতে চান, তাহলে আমরা প্রতিরোধ করবো। যে কোনো মূল্যেই হোক আমরা সিন্ডিকেট রুখবো ইনশাল্লাহ। এ ব্যাপারে আপনাদের (বায়রার সদস্য) সহযোগিতা চাই’ নিজের বক্তব্যে বলছিলেন আবু আশফাক।

অনুষ্ঠানে বায়রার সাবেক সিনিয়র সহ সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সাবেক নেতারা বক্তব্য রাখেন। এদিকে মেয়াদ শেষ হওয়ার পরও বায়রার আগের কমিটির কেউ কেউ এখনও অবৈধ কার্যক্রম করে যাচ্ছে বলে মন্তব্য করেন সংগঠনটির সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম। এসময় তিনি অতিদ্রুত প্রশাসনিক ব্যবস্থাপনায় বায়রার নির্বাচন দাবী করেন।
তিনি বলেন, ‘গত বছরের ডিসেম্বরে বায়রার কমিটির মেয়াদ শেষ হয়েছে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ও আগের কমিটির সবরকমের কার্যক্রমকে অবৈধ ঘোষণা করে চিঠি দিয়েছে। তবুও কেউ কেউ সিন্ডিকেটের স্বার্থ হাসিলের জন্য এবং নিজস্ব ফায়দা লুটতে বিভিন্ন রকমের কার্যক্রম করে যাচ্ছে এবং নির্বাচন বিলম্বিত করতে চাচ্ছে।’

সৌদি শ্রমবাজার নিয়ে তৈরি জটিলতা দূর করতে গেল কিছুদিন ধরে বায়রার পক্ষ থেকে দাবি দাওয়া জানানো হচ্ছিল। বিষয়টি নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গেও বৈঠক করেন বায়রার সদস্যরা। বুধবারের আলোচনা সভায় সেই সংকট সমাধানে সরকার ভূমিকা নেবে বলে আশ্বাস পাওয়ার কথা জানিয়েছেন বক্তারা।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post