ঈদ উল ফিতর উপলক্ষে বেসরকারি খাতের কর্মীদের জন্য আকর্ষণীয় ছুটির ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতিয়ান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালে বেসরকারি খাতের সকল কর্মীরা আগামী ৩০ মার্চ (রবিবার) থেকে ১ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত বেতনসহ ঈদের ছুটি উপভোগ করবেন।
মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে আরও জানিয়েছে, যদি পবিত্র রমজান মাস ৩০ দিনে পূর্ণ হয়, তাহলে এই ছুটির মেয়াদ আরও একদিন বাড়ানো হবে এবং কর্মীরা ২ এপ্রিল (বুধবার) পর্যন্ত ছুটি কাটাতে পারবেন।
We announce that from Sunday 30 March to Tuesday 1 April, will be a paid holiday for all private sector employees across the country on the occasion of Eid Al Fitr.
If the month of Ramadan concludes in the 30th day, the holiday will be extended to Wednesday, 2 April 2025.
Eid… pic.twitter.com/muiX1pz4oe
— وزارة الموارد البشرية والتوطين (@MOHRE_UAE) March 18, 2025
সংযুক্ত আরব আমিরাত সরকারের এই সিদ্ধান্ত বেসরকারি খাতের কর্মীদের ঈদ উৎসবের আনন্দ আরও পূর্ণাঙ্গভাবে উপভোগ করার সুযোগ করে দেবে। এটি দেশটির শ্রম আইন এবং কর্মীদের অধিকারের প্রতি সরকারের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন।
এই ছুটির মাধ্যমে কর্মীরা তাদের পরিবার এবং বন্ধুদের সাথে মিলিত হওয়ার এবং ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার যথেষ্ট সময় পাবেন। এই পদক্ষেপ সামাজিক সংহতি বৃদ্ধি এবং উৎসবের আনন্দকে আরও গভীর করে তুলবে বলে আশা করা যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post