সৌদি আরবে বসবাসরত সম্মানিত বাংলাদেশি প্রবাসীদের সুবিধার্থে আগামী এপ্রিল ২০২৫-এ বাংলাদেশ দূতাবাস থেকে একটি কন্স্যুলার টীম নির্ধারিত শহরগুলোতে গিয়ে কন্স্যুলার সেবা প্রদান করবে। যারা কন্স্যুলার সেবা গ্রহণ করতে ইচ্ছুক, তারা নির্ধারিত তারিখ ও স্থানে গিয়ে সেবা গ্রহণ করতে পারবেন।
কন্স্যুলার সেবার সময়সূচি ও স্থান:
ক্রমিক নং | শহরের নাম | তারিখ |
---|---|---|
১ | হাইল | ৪-৫ এপ্রিল ২০২৫ |
২ | দাম্মাম | ১১-১২ এপ্রিল ২০২৫ |
৩ | আর আর | ১৮-১৯ এপ্রিল ২০২৫ |
৪ | আল খারিজ | ১৮-১৯ এপ্রিল ২০২৫ |
৫ | জুবাইল | ২৫-২৬ এপ্রিল ২০২৫ |
গুরুত্বপূর্ণ তথ্য:
- উক্ত কন্স্যুলার ট্যুরের স্থান ও তারিখ যদি পরিবর্তিত হয়, বাংলাদেশ দূতাবাস তা যথাসময়ে অবহিত করবে।
- প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত স্থানে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে পারবেন।
- কন্স্যুলার সেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নিম্নোক্ত যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে:
যোগাযোগ: টোল ফ্রি নম্বর: ৮০০১০০০১২৬,
টেলিফোন: ০১১/৪১৯৫৩০০
মো: রেজাউল ইসলাম
কাউন্সেলর ও দূতালয় প্রধান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post