চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মনিপুর গ্রামে এক প্রবাসীর বাড়ির ছাদে আলমগীর হোসেন (৩৫) নামে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ওই গ্রামের সোলাইমান মাস্টারের বাড়ির সৌদি প্রবাসী আবুল হোসাইন মানিকের বাড়ির ছাদে লাশটি পাওয়া যায়। এ ঘটনায় ওই প্রবাসীর স্ত্রী ও মেয়েকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
পেশায় দিনমজুর আলমগীর হোসেন ওই গ্রামের মৃত মো. শহীদ উল্লাহর ছেলে।
প্রবাসী মানিকের স্ত্রী খোদেজা বেগম জানান, প্রতিবেশী শিপন এশার নামাজ আদায় করে ফেরার সময় বাড়ির ছাদে মানুষের উপস্থিতি টের পেয়ে তাদেরকে জানায়। এরপর তারা ছাদে এসে রক্তাক্ত অবস্থায় আলমগীরকে দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন শাহরাস্তি ওঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র হালদার।
শাহরাস্তি মডেল থানা ওসি মোহাম্মদ আবুল বাসার বলেন, ‘পুলিশের একটি দল ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রথমিক জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আবুল হোসেন মানিকের স্ত্রী ও মেয়েকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post