মালয়েশিয়ার একটি কাঠের কারখানায় কর্মস্থলে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক। দেশটির নেগেরি সেম্বিলান রাজ্যের তামপিনের একটি কাঠের কারখানায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ওই প্রবাসীর পরিচয় এখনো নিশ্চিত করা না গেলেও, স্থানীয় সূত্রে তার আনুমানিক বয়স ৩৯ বছর বলে জানা গেছে।
স্থানীয় ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান মোহাম্মদ রাজাফ জামরি গণমাধ্যমকে জানিয়েছেন, তারা সন্ধ্যা ৭টা ১৯ মিনিটের দিকে একটি জরুরি ফোন কল পান। এরপর দ্রুত ফায়ার রেসকিউ টিমের দশজন প্রশিক্ষিত কর্মী ঘটনাস্থলে ছুটে যান।
দীর্ঘ এবং সতর্ক প্রচেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে ওই বাংলাদেশি প্রবাসীর দেহ বয়লার মেশিন থেকে উদ্ধার করতে সক্ষম হন। বয়লারের গভীরতা এবং ভেতরের অত্যধিক তাপমাত্রার কারণে উদ্ধারকর্মীদের বিশেষ সুরক্ষা পোশাক পরিধান করতে হয়েছিল।
উদ্ধারের পর পরই চিকিৎসক ওই প্রবাসী বাংলাদেশিকে পরীক্ষা করেন এবং তাকে মৃত ঘোষণা করেন। মারাত্মকভাবে দগ্ধ হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিকিৎসক।
ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য নিহত প্রবাসীর মরদেহ মালয়েশীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এই ঘটনা মালয়েশিয়ায় কর্মরত অন্যান্য প্রবাসী শ্রমিকদের মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং শ্রমিকদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। নিহত প্রবাসী শ্রমিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post