রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে আজ অনুষ্ঠিত ওআইসিভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে বৈঠকে অনুপস্থিত ছিল ওমান।
নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করে। যদিও ১৯টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল, শেষ পর্যন্ত ১০টি দেশের রাষ্ট্রদূত বা তাদের প্রতিনিধি বৈঠকে অংশ নেন।
সোমবার বেলা ১১টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মালদ্বীপ এবং ওমান – এই নয়টি দেশের রাষ্ট্রদূত অথবা তাদের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
তবে, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, মালয়েশিয়া, মরক্কো, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, আমন্ত্রিত ১৯টি দেশের মধ্যে ১০টি দেশের মিশন প্রধান এই আলোচনা সভায় অংশ নিয়েছেন। তিনি আরও বলেন, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ওআইসিভুক্ত দেশগুলো সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বিশেষভাবে উল্লেখ করেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা যাতে কোনো প্রকার বাধা ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি প্রবাসীদের ভোটদানের সুবিধার্থে প্রক্সি ভোটিং পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং এই পদ্ধতির বিকল্প নেই বলে মন্তব্য করেন। বৈঠকে অনুপস্থিত দেশগুলোর মধ্যে ওমান কেন অংশগ্রহণ করেনি, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post