আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে বিশেষ ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করেছে দেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এই বিশেষ ফ্লাইটগুলো নিয়মিত নির্ধারিত ফ্লাইটের অতিরিক্ত হিসেবে পরিচালিত হবে, যা ঈদ মৌসুমে ঘরমুখো মানুষের যাত্রা আরও সহজ ও আরামদায়ক করে তুলবে।
আজ সোমবার (১৭ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী এবং বরিশাল রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
বিস্তারিত সময়সূচী অনুযায়ী, ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে আগামী ২৫ থেকে ৩০ মার্চ পর্যন্ত মোট ৬টি বিশেষ ফ্লাইট পরিচালিত হবে।
এছাড়া, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ২৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৬টি এবং ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ২৭ মার্চ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও আনন্দের সাথে জানিয়েছে যে, ঈদ উপলক্ষে পরিচালিতব্য এই বিশেষ ফ্লাইটগুলোর টিকিট ইতোমধ্যে বিক্রয় শুরু হয়েছে।
আগ্রহী যাত্রীরা বিমানের ওয়েবসাইট অথবা নিকটস্থ টিকিট বিক্রয় কেন্দ্র থেকে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট সংগ্রহ করতে পারবেন।
এই বিশেষ উদ্যোগের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঈদযাত্রাকে আরও সুগম ও আনন্দময় করে তুলতে বদ্ধপরিকর।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post