ওমানের বারকা এলাকায় অবৈধভাবে আতশবাজি মজুদ রাখার দায়ে তিন প্রবাসীকে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন। ওমান কাস্টমসের অভিযানে দেড় হাজারেরও বেশি আতশবাজির বাক্স জব্দ করা হয়েছে।
ওমান কাস্টমসের কমপ্লায়েন্স অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট বিভাগ সম্প্রতি বারকার এক প্রবাসী শ্রমিকদের স্থাপনায় অভিযান পরিচালনা করে। সেখানে বিপুল পরিমাণে আতশবাজির মজুদ পাওয়া যায়, যার সংখ্যা ১,৫০০টিরও বেশি। অভিযানে তিনজন সন্দেহভাজন প্রবাসীকে আটক করা হয়েছে।
রমজান শুরুর পর থেকেই ওমান প্রশাসন নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে বিপণিবিতান, রেস্টুরেন্ট এবং প্রবাসীদের পরিচালিত বিক্রয়কেন্দ্রগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
খাদ্যে ভেজাল বা অনিয়ম পেলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা বা সীলগালা করা হচ্ছে। নিষিদ্ধ পণ্য ও নিম্নমানের সামগ্রী বিক্রয় প্রতিরোধে পুলিশ ও প্রশাসনের বিভিন্ন ইউনিট একযোগে কাজ করছে।
সাম্প্রতিক এক অভিযানে আল দাখিলিয়ার খাদ্য নিরাপত্তা ও লাইসেন্স বিভাগ সামাইলে মাত্র একদিনে ১০০ কেজিরও বেশি অনিরাপদ ও ভেজাল খাদ্য জব্দ করেছে। এর পরিপ্রেক্ষিতে রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
ওমানে বসবাসরত প্রবাসীদের প্রতি প্রশাসনের আহ্বান—নিষিদ্ধ ও অনিরাপদ পণ্য থেকে দূরে থাকুন এবং স্থানীয় আইন মেনে চলুন। রমজান মাসে বিশেষ অভিযান অব্যাহত থাকবে, তাই ব্যবসায়ী ও সাধারণ জনগণকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post