ওমান করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে থাকার পর কিছুদিন পূর্বে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে লকডাউন শিথিল করা হয়। এই মাসের প্রথম দিকে দেশটিতে প্রায় ৪০ ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে সম্প্রতি ওমানের সিবে একটি বাণিজ্যিক মার্কেট বন্ধের গুজব রটানো হয়েছে। মার্কেটে প্রচুর করোনায় আক্রান্ত শ্রমিক রয়েছে এমন মিথ্যা তথ্যের ভিত্তিতে গুজবটি রটানো হয়।
আরও পড়ুনঃ ওমান প্রবাসীরা প্রতিযোগিতায় অংশে নিয়ে জিতে নিন লক্ষাধিক টাকার পুরস্কার!
সিবের উক্ত মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কেটে কোনও কর্মী করোনায় আক্রান্ত নেই। এই ধরনের খবর একেবারে বানোয়াট ও মিথ্যা। টাইমস অফ ওমানের এক প্রতিবেদনে মার্কেট কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন যে, “সোনা মিডিয়ায় আল সিবের একটি বাণিজ্যিক কেন্দ্র বন্ধ হওয়ার বিষয়ে প্রচারিত সকল সংবাদ মিথ্যা ও বানোয়াট। মার্কেটে কোনও করোনাভাইরাস সংক্রমিত কর্মী নেই বলেও জানান তিনি।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post