আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কলারশিপের অধীনে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের স্বনামধন্য প্যারিস স্যাকলে ইউনিভার্সিটি। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা এই মর্যাদাপূর্ণ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০২৫ সালের ৫ই মে।
ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত প্যারিস স্যাকলে ইউনিভার্সিটি একটি অগ্রণী ফরাসি গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বজুড়ে সুপরিচিত। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বর্তমানে প্রায় ৪৮ হাজারের অধিক শিক্ষার্থীর পদভারে মুখরিত। আন্তর্জাতিক মানের শিক্ষা এবং গবেষণার সুযোগের জন্য এটি বিশ্বব্যাপী শিক্ষার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য।
স্কলারশিপের সুযোগ-সুবিধা:
এই স্কলারশিপটি প্রাথমিকভাবে এক বছরের জন্য প্রদান করা হবে। তবে, শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্সের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য স্কলারশিপের মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীদের বার্ষিক ১০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লক্ষ ২৪ হাজার টাকা) আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এছাড়াও, শিক্ষার্থীদের ভ্রমণ এবং ভিসা সংক্রান্ত ব্যয়ের জন্য এককালীন ১ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লক্ষ ৩২ হাজার ৪০০ টাকা) প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
এই স্কলারশিপের জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে নিম্নলিখিত যোগ্যতা পূরণ করতে হবে:
আবেদনকারীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে।
স্নাতক পর্যায়ে অবশ্যই ভালো ফলাফল থাকতে হবে।
আবেদনকারীকে ফরাসি ভূখণ্ডে এক বছরের কম সময়ের জন্য বসবাসকারী বিদেশী শিক্ষার্থী হতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণস্বরূপ উপযুক্ত সনদ প্রদর্শন করতে হবে।
প্রয়োজনীয় নথি:
আবেদনের সময় শিক্ষার্থীদেরকে নিম্নলিখিত নথিগুলো দাখিল করতে হবে:
বৈধ পাসপোর্টের কপি।
জন্ম নিবন্ধন সনদের কপি।
পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি।
সম্পূর্ণভাবে পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফরম।
ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট (যেমন IELTS, TOEFL)।
স্নাতক এবং অন্যান্য পূর্ববর্তী সকল শিক্ষাগত যোগ্যতার ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে এবং স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এই লিঙ্কে ক্লিক করতে পারেন: [এখানে ক্লিক করুন]
আবেদনের শেষ তারিখ: ২০২৫ সালের ৫ই মে।
ফ্রান্সের প্যারিস স্যাকলে ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণের এই সুবর্ণ সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তাদের শিক্ষাজীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।
আরও দেখুনঃ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post