গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় শহিদুল ইসলাম চৌধুরী (৩০) নামের এক মেটাল ও ওয়ার্কশপ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) কোটালীপাড়া থানা-পুলিশ শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
আজ রবিবার (১৬ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা ও কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম মাহাবুব বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার শহিদুল ইসলাম চৌধুরী কোটালীপাড়া উপজেলার কুশলা গ্রামের শাহা চৌধুরীর ছেলে। তিনি মেটাল ও ওয়ার্কশপ ব্যবসায়ী।
এসআই মো. সেলিম মাহাবুব বলেন, উপজেলার কুশলা গ্রামের এক প্রবাসী স্ত্রীকে প্রতিবেশী শহিদুল ইসলাম চৌধুরী ও ইউসুব আলী ফকিরের ছেলে শরিফুল ফকির দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রী কুশলা বাজার থেকে বাড়ি যাওয়ার পথে নির্জন এলাকায় একা পেয়ে শহিদুল ও শরিফুল গায়ে হাত দিয়ে টানাহেঁচড়া করেন। এ সময় তার চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে এলে শরিফুল ও শহিদুল পালিয়ে যান।
এসআই সেলিম আরও বলেন, এ ঘটনায় ১১ মার্চ ওই গৃহবধূ বাদী হয়ে শহিদুল ইসলাম চৌধুরী ও শরিফুল ফকিরকে আসামি করে কোটালীপাড়া থানায় মামলা করেন। এ মামলায় শহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়। অন্য আসামি শরিফুল ফকিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওই প্রবাসী বলেন, ‘আমি তিন বছর ধরে প্রবাসে ছিলাম। শহিদুল সম্পর্কে আমার স্ত্রীর চাচা। তিনি আমার সমবয়সী হওয়ায় আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। সেই সুবাদে বিভিন্ন সময় আমার স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিত। একপর্যায়ে সে আমার স্ত্রীকে কুপ্রস্তাব দেয়। আমার স্ত্রী বিষয়টি আমাকে ও পরিবাবরের সদস্যদের জানালে এ নিয়ে সালিশ বৈঠকে আমার স্ত্রীকে আর বিরক্ত করবে না বলে সবার কাছে ক্ষমা চায়। সম্প্রতি সে এ ঘটনা ঘটায়। ঘটনা শুনে আমি দেশে আসি এবং আমার স্ত্রী এ ঘটনায় মামলা করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
