যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স দেশে অভিবাসন নীতির পরিবর্তনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন। তিনি দাবি করেছেন, গ্রিনকার্ডধারীরা অনির্দিষ্টকালের জন্য আমেরিকায় বসবাসের অধিকার পাবেন না।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্ট বলেন, “গ্রিনকার্ডধারীরা কখনোই অনির্দিষ্টকাল আমেরিকায় থাকতে পারবে না।”
তিনি আরও উল্লেখ করেন যে, দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে এবং আমেরিকান শুল্ক নীতি আরও কঠোর হবে।
এছাড়া, ট্রাম্প বর্তমানে জন্মগত নাগরিকত্ব আইন পরিবর্তনের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে নতুন ‘গোল্ড কার্ড’ চালু করার চিন্তা ভাবনা করছে ট্রাম্প প্রশাসন। এই ‘গোল্ড কার্ড’ চালু হলে, নাগরিকত্ব পাওয়ার জন্য ৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৬০ কোটি টাকা) খরচ করতে হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ‘গোল্ড কার্ড’ চালু হলে ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। বর্তমানে, এই প্রোগ্রামের মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা গ্রিন কার্ড পেয়ে থাকেন, কিন্তু নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে, ‘ইবি-৫ প্রোগ্রাম’ কার্যকর থাকবে না বলে ধারণা করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post