আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

আইফোন ১৬

আইফোন ব্যবহারকারীদের জন্য একটি হতাশাজনক খবর জানালো টেক জায়ান্ট অ্যাপল। প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ক্রমবর্ধমান আধিপত্যের মুখে, অ্যাপলের ভার্চুয়াল সহকারী ‘সিরি’-র বহু প্রতীক্ষিত নতুন সংস্করণ বাজারে আনার পরিকল্পনা আপাতত পিছিয়ে গেল।

মূলত, গত বছর অ্যাপল এই উদ্যোগ নিয়েছিল, যার মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চেয়েছিল। নতুন সংস্করণটি বাজারে এলে সিরি শুধু আরও বুদ্ধিদীপ্ত হতো না, বরং এর স্বয়ংক্রিয় কার্যক্ষমতাও বৃদ্ধি পেতো, যা ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাপের সাথে এই ভার্চুয়াল সহকারীকে আরও সহজে ব্যবহার করার সুযোগ করে দিত।

আইফোনের ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

কিন্তু, অত্যন্ত দুঃখের সাথে অ্যাপল কর্তৃপক্ষ জানাচ্ছে যে, সিরি’র এই উচ্চাকাঙ্ক্ষী নতুন সংস্করণের উন্নয়ন কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে সমাপ্ত হয়নি। ফলস্বরূপ, এই সংস্করণটি ২০২৬ সালের আগে বাজারে আনা সম্ভব হবে না। অ্যাপলের প্রধান মুখপাত্র জ্যাকলিন রয় এই বিলম্বের কারণ ব্যাখ্যা করে বলেন, “আমরা নতুন ফিচারগুলো যেভাবে বাস্তবায়ন করতে চেয়েছিলাম, তা প্রত্যাশার চেয়ে অনেক বেশি সময় নিচ্ছে। তবে আমরা আশাবাদী যে, আগামী বছর থেকে এই উন্নত ফিচারগুলো পর্যায়ক্রমে ব্যবহারকারীদের জন্য উন্মোচন করা সম্ভব হবে।”

এর আগে, চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি অ্যাপল ঘোষণা করেছিল যে, তারা আগামী কয়েক মাসের মধ্যেই ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এ আরও অত্যাধুনিক ফিচার যুক্ত করবে, এবং সেই আপডেটের মধ্যে সিরি-র নতুন সংস্করণটিও অন্তর্ভুক্ত থাকবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, সেই প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হচ্ছে না বলেই মনে করা হচ্ছে।

সিরি’র এই নয়া সংস্করণের বিলম্ব অ্যাপলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বাজারে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো একের পর এক নতুন প্রযুক্তি এবং অত্যাধুনিক পরিষেবা খুব দ্রুতগতিতে বাজারে নিয়ে আসছে। ওপেনএআইয়ের যুগান্তকারী জিপিটি ৪.৫ মডেল, অ্যামাজনের নবনির্মিত অ্যালেক্সার উন্নত সংস্করণ এবং গুগলের অত্যাধুনিক জেমিনি – এই সমস্ত প্রযুক্তিপণ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিযোগিতায় অ্যাপলকে যথেষ্ট পিছিয়ে ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এছাড়াও, ২০২৬ সালের আগে সিরি’র এই কাঙ্ক্ষিত নতুন সংস্করণটি যদি আলোর মুখ না দেখে, তবে আইফোন ব্যবহারকারীরা প্রযুক্তিগত দিক থেকে অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের তুলনায় অনেকটাই পিছিয়ে থাকবেন, এমন আশঙ্কা ক্রমশ বাড়ছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিলম্ব আইফোন ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে, যা দীর্ঘমেয়াদে অ্যাপলের বাজার এবং গ্রাহক আনুগত্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম।

 

আরও দেখুনঃ