কাতার এয়ারওয়েজ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুবিধা চালু করেছে। সংস্থাটি সাধারণ যাত্রীদের তুলনায় শিক্ষার্থীদের অতিরিক্ত ১০ কেজি ব্যাগেজ বা একটি অতিরিক্ত ব্যাগ (নির্দিষ্ট রুটে) বহনের সুযোগ দিচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় সামগ্রী সহজেই বহন করতে পারবেন।
বুধবার কাতার এয়ারওয়েজ জানায়, এই সুবিধা পেতে শিক্ষার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া, চেক-ইনের সময় বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র এবং স্টুডেন্ট ভিসা প্রদর্শন করতে হবে। এই বিশেষ অফারটি শিক্ষার্থীদের ভ্রমণকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করবে বলে মনে করা হচ্ছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, কাতার এয়ারওয়েজের এই উদার উদ্যোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ভ্রমণকে নিশ্চয়ই আরও অনেকটা স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
অফারটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে এবং সুবিধাটি গ্রহণের নিয়মাবলী সম্পর্কে জানতে কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট ভিজিট করার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
